জার্মানিতে বিমান ধর্মঘটে ৩ লাখ যাত্রী বিপাকে
সাড়ে ১০ শতাংশ মজুরি বৃদ্ধির দাবিতে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট, মিউনিখসহ সাতটি শহরের বিমানবন্দরের কর্মীরা ২৪ ঘণ্টার ধর্মঘটে রয়েছে। আর এতেই বিপাকে পড়েছেন যাত্রীরা। শুক্রবারের (১৭ ফেব্রুয়ারি) ধর্মঘটের প্রভাব পড়বে অন্তত তিন লাখ যাত্রীর ওপর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, জার্মানির সাত বিমানবন্দরের ইউনিয়নভুক্ত কর্মীদের ধর্মঘটে বিপাকে বিমান পরিবহন ব্যবস্থা। বাতিল করা হয়েছে দুই হাজার ৩৪০টি ফ্লাইট। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুই লাখ ৯৫ হাজার যাত্রী। ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছেন রাষ্ট্র প্রধান থেকে শুরু করে মন্ত্রীরাও।
আজ শুক্রবার মিউনিখে নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৪০ দেশের প্রধান ও ৬০ জন মন্ত্রী অংশ নিবেন। তবে, ধর্মঘটের জন্য সম্মেলনে যোগ দিতে বিপাকে পড়েছেন তারা।
নিরাপত্তা সম্মেলনটিতে যোগ দিয়েছেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তবে, মিউনিখের ধর্মঘটের জন্য তার ফ্লাইটটি বাতিল করা হয়। পরে তিনি অস্ট্রিয়ার একটি ফ্লাইট ধরে সেখানে যান। এরপর সড়কপথে চার ঘণ্টা যাত্রা শেষে তিনি মিউনিখে পৌঁছান।
রয়টার্স বলছে, ইউরোপের ইউনিয়নভুক্ত কর্মীদের ধর্মঘট ও বিক্ষোভ অঞ্চলটির অর্থনীতিকে ভীষণ চাপে ফেলছে।
এডিভি এয়ারপোর্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, জার্মানির ব্রেহমেন, ডর্টমুন্ড, ফ্র্যাঙ্কফুর্ট, হামবুর্গ, হানওভার, মিউনিখ ও স্টুটগার্ট বিমানবন্দরের কর্মীরা ধর্মঘটে রয়েছে। এতে বাতিল করা হয়েছে দুই হাজার ৩৪০ ফ্লাইট।
এডিভির মুখপাত্র রালফ বেইসেল বলেন, ‘আজ যখন আমরা বিমানবন্দরগুলোর টার্মিনাল দেখেছি, তখন আমাদের মহামারির সময়ের কথা মনে পড়ে যায়। আসলে, এরকম ধর্মঘটে আমাদের করার কিছুই থাকে না।’