জার্মানির রাসায়নিক শিল্প পার্কে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর লেভারকুজেনের রাসায়নিক কোম্পানিগুলোর এক শিল্প পার্কে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ মঙ্গলবার সকালের এ ঘটনায় বেশ কয়েকজন আহত ও পাঁচজন নিখোঁজ রয়েছে। পুলিশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে স্থানীয় বাসিন্দাদের তাদের বাড়িতে অবস্থান করতে বলেছে।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বিশাল ঘন কালো ধোঁয়া আকাশের দিকে উঠতে শুরু করে।
পার্কের যে অংশটিতে বর্জ্য পোড়ানো হয় সেখানে বিস্ফোরণটি ঘটেছে বলে চেমপার্কের অপারেটর কারেন্টা জানিয়েছে।
কী থেকে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও পরিষ্কার নয়, টুইটারে জানিয়েছে রাসায়নিক কোম্পানিগুলোর জন্য স্থাপন করা শিল্প পার্ক ‘চেমপার্ক’ কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার হয়নি। সেখানে জরুরি বিভাগের বহু কর্মী উপস্থিত আছেন বলে জানিয়েছে তারা।
জার্মানির বেসামরিক সুরক্ষা সংস্থা ওই এলাকার বাসিন্দাদের ‘চরম বিপদ’ সম্পর্কে সতর্ক করেছে।
এক টুইটে স্থানীয় বাসিন্দাদের বাড়ির দরজা ও জানালা আটকে ভেতরে থাকতে বলেছে পুলিশ। বিস্ফোরণস্থলের আশপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে তারা।
চেমপার্ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই শিল্প পার্কটিতে ৩০টিরও বেশি কোম্পানির কারখানা আছে।