জিম্বাবুয়ের চিপিংয়ে বাস দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ৭১

Looks like you've blocked notifications!
জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭১ জন। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭১ জন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সহকারী কমিশনার ও মুখপাত্র পল নায়াথি এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর চিপিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে নায়াথি বলেন, ‘ইস্টার উপলক্ষ্যে শহরের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চের উদ্দেশে যাচ্ছিল বাসটি। যাত্রীদের প্রায় সবারই গন্তব্য ছিল চার্চ। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। তার ফলেই ঘটে হতাহতের ঘটনা।’

‘অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বাসটির যাত্রীধারণ ক্ষমতা ছিল ৬০ থেকে ৭৫ জন। সেখানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলছিল সেটি।’

বাস দুর্ঘটনা অবশ্য আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় এই দেশটিতে একটি সাধারণ ব্যাপার। বিশেষ করে ছুটির দিনগুলোতে যখন রাস্তাঘাটে লোকসমাগম বেশি থাকে, সেসময় বেশি ঘটে দুর্ঘটনা।

অতিরিক্ত যাত্রী পরিবহন, অদক্ষ ড্রাইভার ও ভাঙাচোরা সড়কই মূলত এসব দুর্ঘটনার কারণ।