জি৭ : দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি

Looks like you've blocked notifications!
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি : সংগৃহীত

মহামারি নিয়ন্ত্রণে দরিদ্র দেশগুলোর জন্য ১০০ কোটি ডোজ কোভিড টিকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর রাষ্ট্রপ্রধানেরা। যুক্তরাজ্যের কর্নওয়ালের কারবিস বেতে তিন দিনের সম্মেলনের শেষ দিনে এ অঙ্গীকার করেন ধনী দেশগুলোর নেতারা। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জি৭ সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, বিশ্বজুড়ে মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে জি৭-এর অঙ্গীকার একটি বড় পদক্ষেপ। কর্নওয়ালে অনুষ্ঠিত এবারের জি৭ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে জানান, জি৭-এর টিকা অনুদান সরাসরি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। জি৭-এর নেতারা বলেছেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসা বিকাশে কাজ করবে জি৭। এ ছাড়া সারাবিশ্বে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান তাঁরা। বিশ্বে ৪০ মিলিয়ন মেয়েশিশুকে স্কুলমুখী করার লক্ষ্যের কথাও জানিয়েছেন জি৭-এর নেতারা।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসীকে কয়লাভিত্তিক কোনো প্রকল্প হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের ধনী দেশগুলোর জোট জি৭। জোটের নেতারা বলছেন জি৭ দেশগুলো কয়লাভিক্তিক যেকোনো প্রকল্প থেকে সরে এসেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক বিবেচনায় অন্য দেশগুলোরও এখনই সরে আসা উচিত। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জি৭ সম্মেলন শুরু হয়। জি৭ এর সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স ও জাপানের নেতারা করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব শুরুর পর এবারই প্রথম সশরীরে এ সম্মেলনে যোগ দিলেন।