জেলা নামকরণ নিয়ে বিক্ষোভ, অন্ধ্রপ্রদেশে মন্ত্রীর বাড়িতে আগুন

Looks like you've blocked notifications!
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি জেলার নামকরণ নিয়ে মঙ্গলবার অমলাপুরম শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি : সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি জেলার নামকরণ নিয়ে অমলাপুরম শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের একপর্যায়ে রাজ্যের পরিবহণমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

অন্ধ্রপ্রদেশের নতুন জেলা কোনাসীমার নাম পরিবর্তন করে ‘বি আর আম্বেদকর কোনাসীমা’ রাখার প্রস্তাব করেছে রাজ্য প্রশাসন। এ প্রস্তাবের প্রতিবাদে আজ মঙ্গলবার বিক্ষোভকালে পরিবহণমন্ত্রী পিনিপ বিশ্বরুপুর বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। একই সময় পুলিশের একটি গাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে কয়েকজন পুলিশও আহত হন।

গত ৪ এপ্রিল পূর্ব গোদাবাড়ি জেলার কিছু অঞ্চল নিয়ে নতুন জেলা কোনাসীমা ঘোষণা করা হয়। এরপর গত সপ্তাহে এসে রাজ্য সরকার জেলাটির নাম ভারতীয় সংবিধানপ্রণেতা ও দলিত আন্দোলনের পুরোধা ব্যক্তি বি আর আম্বেদকরের নামে নামকরণের প্রস্তাব দেয়। কারও কোনো আপত্তি থাকলে তা জানানোর অনুরোধ জানানো হয়।