জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে নাইজেরিয়ায় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের ডাক

Looks like you've blocked notifications!
ইউক্রেন যুদ্ধের কারণেই মূলত জ্বালানির দাম বেড়ে গেছে। ছবি : সংগৃহীত

উড়োজাহাজের জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের ডাক দিয়েছে নাইজেরিয়ার উড়োজাহজ কোম্পানিগুলো। বিবিসির প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

আফ্রিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হলেও নাইজেরিয়া উড়োজাহাজের জ্বালানির শতভাগই আমদানি করে থাকে।

এয়ারলাইন অপারেটরস অব নাইজেরিয়া (এওএন) বলছে, এ বছরই চার দফা এভিয়েশন জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মূলত দাম বেশি মাত্রায় বেড়েছে।

নাইজেরিয়ার সরকারের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা চলমান থাকায় আজও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালাচ্ছে কোম্পানিগুলো। সরকারের দিক থেকে কিছু আশ্বাস মিলেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনেক জায়গায় মানুষজনকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।