টিভি টকশোতে উল্টো কথা বললেন রাশিয়ার অবসরপ্রাপ্ত কর্নেল

Looks like you've blocked notifications!
রাশিয়ার অবসরপ্রাপ্ত কর্নেল মিখাইল খোদারেনক। ছবি : সংগৃহীত

রাশিয়ার মূলধারার সংবাদমাধ্যমগুলোতে ইউক্রেন যুদ্ধকে একই রকমভাবে তুলে ধরা হয়। বাইরের দেশের লোকজন কীভাবে দেখছে বা কী মনে করছে তা দেখানোর সুযোগ নেই। এমনকি একে যুদ্ধই বলা হয় না। তবে প্রথমবারের মতো এবার উল্টো একটি ঘটনা ঘটেছে।

সোমবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় টিভির টকশোতে অতিথি ছিলেন নিরাপত্তা বিশ্লেষক ও রুশ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মিখাইল খোদারেনক। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘ইউক্রেন পশ্চিমা দেশগুলো থেকে আরও আরও সামরিক সহযোগিতা নিচ্ছে। রাশিয়ার জন্য খারাপ পরিস্থিতি আসছে, তা একেবারে স্পষ্ট।’

অথচ এই টিভি সার্বক্ষণিক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লাইনেই কথা বলে। ইউক্রেন যুদ্ধকে ওই টিভিতে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করা হয়।

মিখাইল খোদারেনক ইউক্রেনের সেনাদের প্রসঙ্গে বলেন, ‘মাতৃভূমি রক্ষার প্রত্যয় অত্যন্ত পরিষ্কার। লড়াইয়ে সেনাদের উচ্চ মনোবল যুদ্ধক্ষেত্রের বিজয়ে জন্য ব্যাপক কাজে দেয়।’

মিখাইল খোদারেনক আরও বলেন, রাশিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো আমরা একপেশে রাজনৈতিক অবস্থায় আছি। পুরো বিশ্ব আমাদের বিরুদ্ধে। আমরা যদি এই পরিস্থিতি স্বীকার করতে না-ও চাই, আমাদের এই পরিস্থিতি পাল্টাতে কাজ করা উচিত। যেহেতু আমাদের সামরিক ও কারিগরি সম্পদ সীমিত।’