টুইটার কেনা থেকে পিছিয়ে গেলেন এলন মাস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের যে প্রস্তাব দিয়েছিলেন, তা থেকে সরে আসছেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, একীভূতকরণ চুক্তির একাধিক লঙ্ঘনের অভিযোগ এনে এলন মাস্ক টুইটার কেনার জন্য তাঁর দেওয়া প্রস্তাবটি আর সামনে এগিয়ে নিচ্ছেন না।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি গত এপ্রিলে টুইটার কেনার সিদ্ধান্ত নেওয়ার পর দীর্ঘস্থায়ী গল্পের সর্বশেষ মোড় এ ঘোষণা।
মাস্ক বলেছেন, তিনি চুক্তি থেকে পিছিয়ে গেছেন কারণ—টুইটার বিভ্রান্তিকর এবং জাল অ্যাকাউন্টের সংখ্যা সম্পর্কে পর্যাপ্ত তথ্য দিতে ব্যর্থ হয়েছে।
এদিকে, টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা চুক্তিটি কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।
এ জন্য এলন মাস্ক এক বিলিয়ন ডলারের ব্রেক-আপ ফি এবং সম্ভাব্য মামলার সম্মুখীন হতে হবে।
গত এপ্রিলে টুইটার কেনার জন্য টেক বিলিয়নেয়ার এলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের যে প্রস্তাব দেন, তাতে রাজি হয় টুইটার বোর্ড।
সেইসঙ্গে টুইটারে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা এবং কনটেন্ট-এর ওপর বিধিনিষেধ শিথিল করাসহ বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেন মাস্ক।