টেসলার ​​​​​১০ শতাংশ পদ কমিয়ে ফেলতে চান এলন মাস্ক

Looks like you've blocked notifications!
পৃথিবীর শীর্ষ ধনী ব্যবসায়ী এলন মাস্ক। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক বলেছেন, “অর্থনীতি নিয়ে ‘খুবই খারাপ বোধ’ হচ্ছে এবং এ কারণে তিনি টেসলার ​​​​​১০ শতাংশ পদ কমিয়ে ফেলতে চান।”

এলন মাস্ক গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক ইমেইলে এ কথা বলেছেন। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। তবে এলন মাস্কের বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক টেসলার পক্ষে মন্তব্য পাওয়া যায়নি।

মাস্কের পাঠানো ইমেইলের শিরোনাম ছিল ‘সব ধরনের নিয়োগ সাময়িকভাবে বন্ধ রাখুন।’ ইমেইল পাঠানোর আগে লিঙ্কডইনে টেসলার পাঁচ হাজারেরও বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। জাপানের টোকিও, জার্মানির বার্লিন ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ পদগুলো খালি ছিল।

এলন মাস্কের পাশাপাশি সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ অ্যান্ড কোর প্রধান নির্বাহী জেমি ডিমন এবং গোল্ডম্যান স্যাকস এর প্রেসিডেন্ট জন ওয়ালড্রনও আসন্ন মন্দার আভাস দিয়েছেন।