ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া চলবে, জানালেন প্রতিনিধি পরিষদের স্পিকার
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের জন্য প্রস্তাব তৈরিতে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। যদিও পেলোসির হুমকি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেছেন, প্রতিনিধি পরিষদ অভিশংসন করতে চাইলে করুক, তবে সিনেটে তিনি ন্যায়বিচার পাবেন।
ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে গত নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুর পর আলোচনায় এসেছে ইউক্রেনের জন্য বরাদ্দ থাকা মার্কিন সামরিক সহায়তা স্থগিতের বিষয়। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি দফায় দফায় শুনানি শেষে প্রতিবেদনও জমা দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে।
এর পর বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে স্পিকার ন্যান্সি পেলোসি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব কংগ্রেসে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্পকে উৎখাতের লড়াই শুরুর পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবেও মন্তব্য করেন তিনি।
ন্যান্সি পেলোসি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে নন। তাঁকে মার্কিন আইন মানতে হবে। মার্কিন বৈদেশিক কমিটি ও গোয়েন্দাদের তথ্যের পাশাপাশি গণশুনানির পর প্রকৃত ঘটনা উদঘাটন হয়েছে। আমরা জেনেছি, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ইউক্রেনকে ব্যবহারের চেষ্টা করেছেন। জাতীয় নিরাপত্তা উপেক্ষা করে ট্রাম্প নিজ স্বার্থে প্রেসিডেন্সি ক্ষমতার অপব্যবহার করে ইউক্রেনের জন্য বরাদ্দ মার্কিন সামরিক সহায়তা স্থগিত করেছেন।’
এদিকে ন্যান্সি পেলোসির হুমকি উড়িয়ে দিয়ে টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, প্রতিনিধি পরিষদ অভিশংসন করতে চাইলে করুক, তবে সিনেটে তিনি ন্যায়বিচার পাবেন। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে।
হোয়াইট হাউসের কনস্যুলার কেলিয়ান কনওয়ে বলেন, ‘পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত। অকাট্য তথ্যপ্রমাণ ছাড়া অভিশংসনের বিষয় গ্রহণযোগ্য নয়। আমেরিকানদের আমরা দেখাতে চাই, ডেমোক্র্যাটরা সত্যিই কী করছে।’
বিশ্লেষকরা বলছেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ থাকায় সেখানে ভোটাভুটিতে ট্রাম্পকে অভিশংসনের পক্ষেই রায় আসবে। তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা, তাই সেখানে ট্রাম্পই টিকে যাবেন।