ডলারের বিপরীতে ভারতীয় রুপির ব্যাপক দরপতন

Looks like you've blocked notifications!
ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার ব্যাপক দরপতন হয়েছে। ছবি : সংগৃহীত

ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার ব্যাপক দরপতন হয়েছে। দরপতনে গত বৃহস্পতিবার সর্বকালের রেকর্ড গড়েছে ভারতীয় রুপি। এদিন ডলারপিছু দাম দাঁড়ায় ৭৭ রুপি ৭২ পয়সা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বৃহস্পতিবার ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়ায় ৭৭ রুপি ৭২ পয়সা। এর আগের দিন গত বুধবার মুদ্রামান ১০ পয়সা কমে ৭৭ রুপি ৬২ পয়সায় নেমেছিল। ভারতে মুদ্রাস্ফীতি ও আর্থিক মন্দার প্রভাবে রুপির দাম কমছে।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর থেকে রুপির দাম পড়তে থাকে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে বৃহস্পতিবার শুরুতে ডলারপিছু রুপির দাম ছিল ৭৭ রুপি ৭২ পয়সা। একপর্যায়ে দাম আরও কমে ডলারপিছু দাঁড়ায় ৭৭ রুপি ৭৬ পয়সা। পরে তা হয় ৭৭ রুপি ৭৩ পয়সা।

রুপির দরপতনের প্রভাব পড়েছে ভারতে পুঁজিবাজারে। বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স ১ হাজার ৪১৬ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ৬১ শতাংশ কমে ৫২ হাজার ৭৯২ দশমিক ২৩-তে শেষ হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিফটি ৪৩০ দশমিক ৯০ পয়েন্ট বা ২ দশমিক ৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৯ দশমিক ৪০।

এদিকে, দরপতন অব্যহত আছে পাকিস্তানের মুদ্রাও। পাকিস্তানে এক ডলার কিনতে ব্যয় করতে হচ্ছে ২০০ রুপি। মুদ্রার এত বড় দরপতন এর আগে কখনও দেখেনি দেশটি। গত বৃহস্পতিবার আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান ২০০ ছাড়িয়েছে। খবর জিও নিউজ।

লেনদেনের শুরুতে বৃহস্পতিবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম ছিল ১৯৮ দশমিক ৩৯। কিন্তু, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আন্তঃব্যাংক লেনদেনে তা ২০০ ছাড়িয়ে যায়। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এই পরিমাণ পতন দেখেনি পাকিস্তান।