ডি আর কঙ্গোতে ভূমিধসে নিহত ৮

Looks like you've blocked notifications!
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে একটি খনির কাছে ভূমিধসের ঘটনায় অন্তত ৮ জন নিহত ও আরও ৯ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার এ ভূমিধসের ঘটনা ঘটে বলে শনিবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

আহতদের অবস্থা গুরুতর, স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসা চলছে, টেলিফোনে এমনটাই বলেছেন সাউথ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক আইমি কাওয়ায়া মুতিপুলা।

ভারি বৃষ্টিতে মাটি নরম হয়ে থাকায় ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের পাহাড়ি ঢালগুলোতে প্রায়ই ভূমিধস দেখা যায়। খনন, গাছ পড়লে কিংবা নির্মাণ কাজ হলে ভূমিধসের শঙ্কা আরও বাড়ে।

ডিসেম্বরে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসাতে তুমুল বৃষ্টির পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছিল।