ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ তালেবান নেতার ফোনালাপ
তালেবান ও আফগান সরকারের মধ্যে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আফগান সরকারের সঙ্গে আংশিক চুক্তির সময়কাল শেষ হওয়ার পরপরই আবারও লড়াই শুরু করেছে তালেবান।
আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির ১৬টির বেশি প্রদেশে হামলার ঘটনায় আট তালেবান সদস্য, আটজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তালেবান নেতা মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে। টেলিফোনের ওই আলাপ ‘খুব ভালো’ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প মোল্লা বারাদারের সঙ্গে আধঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
সোহেল শাহিন জানান, টেলিফোনালাপে মোল্লা বারাদার ট্রাম্পকে বলেন, যুক্তরাষ্ট্র যদি সম্প্রতি স্বাক্ষরিত শান্তিচুক্তি মেনে চলে, তাহলে ওয়াশিংটনের সঙ্গে তালেবানের ইতিবাচক সম্পর্ক তৈরি হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সবার স্বার্থ রক্ষা করবে বলেও উল্লেখ করেন মোল্লা বারাদার।
তালেবানের পক্ষ থেকে ফোনালাপ প্রসঙ্গে আরো জানানো হয়েছে, আফগান সরকার ও তালেবানের মধ্যে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা যেন পরিকল্পনা অনুযায়ী সম্পাদন হয়, সেটি নিশ্চিত করার জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে কথা বলতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নির্দেশ দেবেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এদিকে, এক টুইটার বার্তায় তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই টেলিফোনালাপের খবর জানিয়ে একটি ছবি প্রকাশ করেন। ওই ছবিতে মোল্লা বারাদারসহ অন্যান্য তালেবান নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদকেও দেখা যায়। ধারণা করা হচ্ছে, এটি ট্রাম্পের সঙ্গে তালেবান নেতার টেলিফোনালাপের মুহূর্তের ছবি।