তাইওয়ান উপকূলে চীনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Looks like you've blocked notifications!
চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে চীন। ছবি : রয়টার্স

চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডংফেং ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রগুলো স্থানীয় সময় দুপুর ১টা ৫৬ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৬ মিনিট) নিক্ষেপ করা হয়।

ক্ষেপণাস্ত্রগুলো সাগরে পড়েছে বলেও জানিয়েছে রয়টার্স। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ডংফেং ক্ষেপণাস্ত্র পরিচালনা করে থাকে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা উপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, তারা চীনের এই অযৌক্তিক কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছে, যেটি আঞ্চলিক শান্তি ধ্বংস করেছে।

উল্লেখ, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর দেশটির চারপাশে সমুদ্রসীমায় নিজেদের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে গোলা ছুড়ে এ সামরিক মহড়া শুরু হয়।

বেইজিং বলছে, সামরিক মহড়ার জন্য ব্যস্ত জলপথকে বেছে নিয়েছে তারা।

এর আগে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে কড়া হুঁশিয়ারি দিয়ে আসছিল চীন। তা সত্ত্বেও পেলোসির এ সফরে ফুঁসে ওঠেন চীনা কর্মকর্তারা। তাই, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরই দেশটিকে ঘিরে সমুদ্রসীমায় সামরিক মহড়ার প্রস্তুতি নেয় চীন।