তাজিকিস্তানের চীন সীমান্তে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

Looks like you've blocked notifications!

তাজিকিস্তানের চীন সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। চীনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের বরাতে চীনা রাষ্টীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

সিসিটিভির প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল চীন সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে জিংজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চলে কাসগর ও আর্তুসে ।

সিসিটিভি তথ্য অনুযায়ী, ভূমিকম্প উপকেন্দ্রের ৫ কিলোমিটারের মধ্যে ওই অঞ্চলের গড় উচ্চতা ৪৬৫৫ মিটার ।