তানজানিয়ার প্রেসিডেন্টের শেষকৃত্যানুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪৫

Looks like you've blocked notifications!
তানজানিয়ার সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির শেষকৃত্য অনুষ্ঠানে পদদলিত হয়ে ৪৫ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। ছবি : সংগৃহীত

তানজানিয়ার সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল দার-ইস-সালাম শহরের একটি স্টেডিয়ামে। গত ২১ মার্চ সেখানে পদদলিত হয়ে ৪৫ জন নিহত ও আরও ৩৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, রহস্যজনক মৃত্যুর পর সেখানে একটি স্টেডিয়ামে প্রেসিডেন্ট মাগুফলির মরদেহ রাখা হয়। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েই ৪৫ জন মানুষ প্রাণ হারায়। খবর দ্যা গার্ডিয়ানের।

দার-ইস-সালামের আঞ্চলিক পুলিশ কমান্ডার লাজারো মাম্বোসা জানান, বহু মানুষ স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিল। তাদের অনেকেই অধৈর্য্য হয়ে জোর করে ঢোকার চেষ্টা করলে পদদলিত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে কেউ কেউ ভীড়ের ভেতর দম না নিতে পেরেও মারা গেছে।

নিহতদের পাঁচজন একই পরিবারের বলেও জানান লাজারো মাম্বোসা। ওই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

লাজারো মাম্বোসা বলেন, এটা সত্য যে, পদদলিত হয়ে ও ভীড়ের ভেতর দম না নিতে পেরে সেখানে ৪৫ জন নিহত হয়েছে।

প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির মরদেহ দার-ইস-সালাম ছাড়াও আর যেসব শহরে নিয়ে যাওয়া হয় তার মধ্যে রয়েছে দোদোমা, জানজিবার, মাওয়ানজা ও গেইতা। গত ২৬ মার্চ তাঁকে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের নিজ গ্রাম ছাটোতে সমাহিত করা হয়।