তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ৫ অভিবাসনপ্রত্যাশী নিহত

Looks like you've blocked notifications!
অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি নৌকা। ছবি : আল-জাজিরা

তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে ১০ জন।

শনিবার (৭ জানুয়ারি) তিউনিসিয়ার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা জানান, তিউনিসিয়ার উপকূলের স্ফ্যাক্স অঞ্চলে লুয়াটায় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ২০ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্ট গার্ড। খবর আল-জাজিরার।

উন্নত জীবনের আশায় অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে  ইউরোপে যাওয়ার প্রধান পয়েন্ট হয়ে উঠছে স্ফ্যাক্স।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যানুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করে ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

তিউনিসিয়ায় অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালে ১৮ হাজারের বেশি তিউনিসিয়ান নৌকায় ইউরোপে গেছেন।