তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা

Looks like you've blocked notifications!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো রয়টার্সের

সিরিয়ার সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পূর্ব তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানের থেকে আট গুণ বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার দুই দফায় ভূমিকম্প হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় চার হাজার ৩০০ এর বেশি নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। খবর বিবিসির।

মঙ্গলবার সকালে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ৩০০ ছাড়িয়েছে।

তুর্কি কর্তৃপক্ষ এই ভূমিকম্পে দেশটিতে দুই হাজার ৯০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সিরিয়ায় আরও এক হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সোমবার ভোরে সাত দশমিক ৮ মাত্রার কম্পনে বড় বড় ভবন ধসে পড়ে। সে সময় ওই ভবনগুলোতে মানুষ ঘুমিয়েছিল। এর কয়েক ঘণ্টা পর সাত দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মৃতের এই সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে। এবং তা বর্তমান সংখ্যার আটগুণে পৌঁছাতে পারে।