তেল বিক্রিতে রাশিয়ার আয় কমেছে ৪২ শতাংশ

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। দেশটির তেল বিক্রিতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সুদূরপ্রসারী প্রভাব পড়বে। ইউক্রেনে হামলার পরই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার আয় কমাতেই এই পদক্ষেপ তাদের। সেই পদক্ষেপে সফল হয়েছেও তারা। তেল বিক্রিতে রাশিয়ার আয় কমেছে ৪২ শতাংশ। আজ বুধবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় গত ফেব্রুয়ারিতে রাশিয়ার তেল রপ্তানির আয় ৪২ শতাংশ কমেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) আজ এ তথ্য জানিয়েছে।

আইইএর তথ্যানুযায়ী, পশ্চিমা নিষেধাজ্ঞা ও তেলের দাম নির্ধারণের পরেও গত মাসে অর্থাৎ, ফেব্রুয়ারিতে তেল বিক্রি করে রাশিয়া আয় করেছে এক হাজার ১৬০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের ফেব্রুয়ারির চেয়ে ৪২ শতাংশ কম। ২০২২ সালের ওই মাসটিতে তেল বিক্রি করে দুই হাজার কোটি ডলার আয় করেছিল রাশিয়া। আর চলতি বছরের প্রথম মাসে তারা তেল বিক্রি করে আয় করেছিল এক হাজার ৪৩০ কোটি ডলার।

আইইএ বলছে, ‘বিশ্ববাজারে আগের সমপরিমাণই তেল পাঠাচ্ছে রাশিয়া। তবে, তাদের আয় ক্রমাগত হারে কমছে। এর মানে দাঁড়ায়, জি-৭ ভুক্ত দেশগুলোর নিষেধাজ্ঞা ও দাম নির্ধারণ কাজে দিচ্ছে।’

প্রতিবেদনে এনডিটিভি আরও জানায়, গত বছর ফেব্রুয়ারি প্রতিদিন রাশিয়া রপ্তানি করতো ৭৫ লাখ ব্যারেল তেল। তবে, বর্তমানে এটি কমে মাত্র পাঁচ লাখ ব্যারেলে ঠেকেছে। এ ছাড়া ইউরোপে খুব কম রুশ তেল ঢুকছে।