তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেলকে গুপ্তহত্যা

Looks like you've blocked notifications!
ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন কর্নেল গুপ্তহত্যার শিকার হয়েছেন। ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন কর্নেল গুপ্তহত্যার শিকার হয়েছেন।

রোববার সন্ধ্যায় কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি যখন নিজে গাড়ি চালিয়ে তাঁর বাসভবনে প্রবেশ করছিলেন, তখন দুই মোটরসাইকেল আরোহী তাঁকে গুলি করে পালিয়ে যায়।

ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি কর্নেল হাসানের মাথায় এবং দুটি হাতে বিদ্ধ হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পার্স টুডে ও বিবিসির।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড চালিয়েছে। বিবৃতিতে কর্নেল খোদায়ির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও ঘাতকদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

এ ছাড়া ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ইসলামি বিপ্লবের শত্রুরা আইআরজিসি’র এক কর্মকর্তাকে হত্যা করে ইরানের রেড লাইন অতিক্রম করেছে, এ জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসলামি ইরানের কট্টর শত্রুরা এ দেশের নিবেদিত প্রাণ একজন সৈনিকের প্রাণ সংহার করে আবারও নিজেদের অশুভ চেহারাকে সবার সামনে উন্মোচন করে দিয়েছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী রোববারের এ হামলার দায় স্বীকার করেনি। বন্দুকধারীদের গ্রেপ্তার করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।