ত্রিপোলিতে বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলি, নিহত ১৩
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিদ্রোহী দলগুলোর মধ্যে ব্যাপক গোলাগুলিতে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। রাতে শুরু হওয়া সংঘর্ষ আজ শুক্রবার দিনেও চলেছে। এতে বহু মানুষ আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এসব তথ্য জানায়।
রাজধানী ত্রিপোলির আসবার রেডিসন ব্লু হোটেলের নিকটবর্তী এলাকায় এ গোলাগুলি হয়। ওই এলাকায় বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ঘটনার পরই শহরের বিভিন্ন এলাকায় বহু সাঁজোয়া যান টহল দিতে দেখা গেছে।
লিবিয়ার বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করেন বিভিন্ন বিদ্রোহী দলের নেতারা। তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করেন খলিফা হাফতার। রাজধানী ত্রিপোলিতে অনেকের প্রভাব থাকলেও ব্যবসায়ী আব্দুল হামিদ আল-দ্বিবাহ সবচেয়ে শক্তিশালী। এ অবস্থায় আবারও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ায়, গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা শিগগিরই থামবে বলে মনে হচ্ছে না।
চলমান রাজনৈতিক অস্থিরতায় গত দুই বছরের মধ্যে আজকের এই সংঘর্ষকে সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এনটিভি অনলাইন ডেস্ক