থাইল্যান্ডে ডে-কেয়ার সেন্টারে সাবেক পুলিশ কর্মকর্তার গুলি, নিহত ৩৪

Looks like you've blocked notifications!
থাইল্যান্ডে একটি ডে-কেয়ার সেন্টারে সাবেক এক পুলিশ কর্মকর্তার গুলিতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশের জেলা শহরে শিশুদের একটি ডে-কেয়ার সেন্টারে পুলিশের সাবেক এক কর্মকর্তার এলোপাথাড়ি গুলিতে ৩৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু রয়েছে এবং এদের অনেকের বয়স দুই বছরের নীচে। এ ঘটনায় হামলাকারীও আত্মহত্যা করেছে।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্দুক ও ছুরি নিয়ে হামলাকারী নঙ বোয়া লামফু প্রদেশের ওই ডে-কেয়ার সেন্টারে হামলা চালায়। হামলাকারী পানিয়া খামরাব একজন সাবেক পুলিশ কর্মকর্তা যিনি মাদক সেবনের দায়ে এক বছর আগে চাকুরিচ্যুত হয়েছিলেন। জানা গেছে ওই ব্যক্তি শটগান, পিস্তল ও ছুরি নিয়ে হামলা চালায়। হামলার আগে সে তার বিরুদ্ধে দায়ের করা মাদকের মামলায় আদালতে হাজিরা দিয়ে এসেছিলেন।  

এদিকে হামলার পর পর নঙ বোয়া লামফু জেলা হাসপাতালে নেয়া হয় গুলিবর্ষণে হতাহতদের। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ রক্তদান করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানায়। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা গভীর শোক ও হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

এ ধরনের গুলিবর্ষণের ঘটনা থাইল্যান্ডে খুবই বিরল যদিও ওই প্রদেশে বৈধ বন্দুকধারীর সংখ্যা অপেক্ষাকৃত বেশি।