থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৩

Looks like you've blocked notifications!
থাইল্যান্ডের একটি নাইট ক্লাব। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও ৩৫ জন।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতরা সবাই থাই নাগরিক। বৃহস্পতিবার রাত ১০টার দিকে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

পুলিশের কর্নেল উত্তিপং সোমজাই টেলিফোনে রয়টার্সকে বলেছেন, চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইট ক্লাবে রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের শুরু হয়েছিল। এখন পর্যন্ত নিহতরা সবাই থাই নাগরিক বলে শনাক্ত হয়েছেন।

তিন ঘণ্টা পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাস্থল ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে। যাদের মৃত্যু হয়েছে তাদের চার জন নারী ও বাকি নয় জন পুরুষ।

উদ্ধারকারী বিভাগের পোস্ট করা ভিডিও ফুটেজে নাইটক্লাবটিতে আসা লোকজনকে আর্তচিৎকার করে পালাতে দেখা গেছে। তাদের পরনের কাপড়ে আগুন জ্বলছিল, পেছনে বিশাল একটি আগুন ক্লাবটিকে গ্রাস করে নিয়েছে।