থাইল্যান্ডে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, রাজতন্ত্রের সংস্কার দাবি

Looks like you've blocked notifications!
ব্যাংককের থাম্মাসাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শনিবার অন্তত ১৫ হাজার তরুণ শিক্ষক-শিক্ষার্থী জড়ো হয়ে সরকারবিরোধী বিক্ষোভ করেন। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। হাজার হাজার বিক্ষোভকারী গতকাল শনিবার দেশটির রাজধানী ব্যাংককে শক্তিশালী রাজতন্ত্রের সংস্কারও দাবি করেছেন। এ সময় ‘সামন্তবাদ নিপাত যাক, জনগণ মুক্তি পাক’ স্লোগান দেন তাঁরা।

থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে রাজা মহা ভাজিরালংকর্নের সমালোচনা নিষিদ্ধের যে প্রথা চলে আসছে, বিক্ষোভকারীরা তাও ভঙ্গ করেছেন। তবে এতে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্যাংককের থাম্মাসাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের প্রায় ১৫ হাজার জনতা। থাই সরকারের বিরুদ্ধে এত বড় বিক্ষোভ সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি।

ছাত্রনেতা পানুপং মাইক জাদনক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা রাজাকে তাঁর সঠিক মর্যাদায় আসীন করতে চাই। ছুড়ে ফেলতে চাই না। আশা করি, আমাদের আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মসনদে বসা ব্যক্তিরা জনগণের গুরুত্বটা বুঝতে পারবেন।’

এ বছরের মধ্য জুলাই থেকে সামরিক জান্তা সমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুথের পদত্যাগ, নতুন সংবিধান ও নির্বাচনের দাবিতে থাইল্যান্ডে আন্দোলন শুরু হয়।