দক্ষিণ কোরিয়ায় বেড়েছে করোনা সংক্রমণ

Looks like you've blocked notifications!

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। শেষ ২৪ ঘণ্টা দেশটিতে ৩৮ হাজার ৬৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। একই সময় মেক্সিকোতে ৩৫ হাজার ২৪৩, অস্ট্রেলিয়াতে ২১ হাজার ৬০২, থাইল্যান্ডে ১০ হাজার ৮৭৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ দিন মেক্সিকোতে মৃত্যুর সংখ্যা ছিল পাঁচ শতাধিক।

আজ রোববার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ডওমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে পাঁচ হাজার ৮২৬ জন সুস্থ হয়েছেন। তবে ২৭২ জনের অবস্থা আশঙ্কাজনক। একই সময়ের ব্যবধানে সব থেকে বেশি সুস্থতা ফিরে পেয়েছে মেক্সিকোবাসী। সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এদিন করোনায় ৫৮৮ জনের মৃত্যু হয়েছে।

এক সময় চরম সংক্রমণের শিকার থাইল্যান্ডে বেড়েছে সুস্থতার সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন আট হাজার ২৮৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা মোট ৩৯ কোটি ৪০ লাখ ৯ হাজার ২২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ কোটি ২৭ লাখ ৯৮ হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫৭ লাখ ৫২ হাজার ৫১২ জন।