দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পর সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদত্যাগ

Looks like you've blocked notifications!
বুধবার সুইডেনের পার্লামেন্ট রিকসড্যাগে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্ট সদস্যেরা ম্যাগডালেনা অ্যান্ডারসনকে (সর্ব ডানে) দাঁড়িয়ে সম্মান জানান। ছবি : রয়টার্স

দায়িত্ব পাওয়ার কয়েক ঘণ্টার মাথায় পদত্যাগ করেছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় সংসদে বাজেট অনুমোদনে ব্যর্থ হওয়া এবং দুই দলীয় সংখ্যালঘু জোটের সমর্থন না পাওয়ায় ম্যাগডালেনা অ্যান্ডারসন পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, ‘আমার জন্য এটা সম্মানের। তবে এমন কোনো সরকারকে নেতৃত্ব দিতে চাই না, যার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার মতো কারণ থাকতে পারে।’

এর আগে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগডালেনা অ্যান্ডারসনকে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। বুধবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

একদলীয় পার্লামেন্টের হয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির ৫৪ বছর বয়সী নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন।

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী গোরান পারসনের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। গত সাত বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।