দুই মাস পর প্রকাশ্যে এলেন উহানে গিয়ে ‘নিখোঁজ’ সাংবাদিক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/24/uhan_jounalist.jpg)
করোনাভাইরাসের আঁতুড়ঘর চীনের উহানে গিয়ে আটক হওয়ার পর তাঁকে আর দেখা যায়নি। প্রায় দুই মাস পর প্রকাশ্যে এসেছেন চীনা সাংবাদিক লি জেহুয়া। গত ২৬ ফেব্রুয়ারি তাঁকে আটকের দিনকার ঘটনা পুরো ভিডিওতে দেখান সাংবাদিক জেহুয়া। এর পর থেকে তাঁকে আর দেখা যায়নি।
সেদিন উহানে ঢোকার সময় ৩০ কিলোমিটার রাস্তা ধরে নিজের গাড়িতে বসে ভিডিও করেন জেহুয়া। অন্য গাড়ি থেকে মানুষ তাঁকে ভিডিও ধারণ করতে বারণ করছিলেন। তার পরে তা ইউটিউবে ‘এসওএস’ শিরোনামে প্রকাশ করেন তিনি। উহানে পৌঁছানোর পরই তাঁর দরজায় কড়া নাড়ে পুলিশ। তাঁকে বলা হয়, আইনশৃঙ্খলাবহির্ভূত কাজ করেছেন তিনি।
নিখোঁজের পর থেকে তিনি দুই সপ্তাহের কোয়ারেন্টিন পালন করেন। এরপর বাকি দিনগুলোও তিনি নিজের শহরে স্বেচ্ছায় ঘরে ছিলেন। গত বুধবার একটি ভিডিও প্রকাশ করে লি জেহুয়া এসব কথা বলেন।
ভিডিওতে চীনা সাংবাদিক বলেন, ‘যেহেতু আমি স্পর্শকাতর জায়গায় গিয়েছিলাম, আমার ঘরে থাকা দরকার ছিল।’
উহানে গিয়েই প্রথম জেহুয়া যে ভিডিও পোস্ট করেন, তাতে তিনি বলেন, উহানে ঢোকার আগে মূলধারার গণমাধ্যমে কাজ করে এমন এক বন্ধু আমাকে জানিয়েছিল, এখানে মহামারি করোনাভাইরাস নিয়ে যত দুঃসংবাদ তার সবই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সংগ্রহ করতে হয়। স্থানীয় সংবাদমাধ্যম শুধু করোনাভাইরাস আক্রান্তদের সেরে ওঠা এবং এ ধরনের ইতিবাচক খবর লেখে। তবে এটা ঠিক, এটা সত্য কিনা আমি নিশ্চিত না। কারণ, আমি আমার বন্ধুর কাছে এসব শুনেছি।’
বিবিসি জানায়, নাগরিক সাংবাদিকতা করে বেশ জনপ্রিয়তা পাওয়া তরুণ লি জেহুয়ার সংবাদধর্মী ভিডিও চীনা প্ল্যাটফর্মসহ ইউটিউব ও টুইটারে লাখ লাখ মানুষ দেখেন। তার আগেও উহানে গিয়ে নিখোঁজ হন আরেক সাংবাদিক শেন কিউশি।
এদিকে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চার হাজার ৬৩২ জন মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ২৫ হাজার ৯২০ জন। আর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৬০ জন। সুস্থ হতে পেরেছেন সাত লাখ ৪৫ হাজার ৯০৫ জন। বিশ্বে করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়াল্ডোমিটার এসব তথ্য জানায়।