দুধ খাও, মদ নয়

Looks like you've blocked notifications!
মদপানের বিরুদ্ধে ভারতের পুনেতে প্রচারণা। ছবি : সংগৃহীত

নববর্ষের মতো ছুটির দিনগুলোতে পানোৎসবের কারণে নানান সমস্যা সৃষ্টি হয়। ভারত সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মদ্যপানে নিরুৎসাহিত করে বহু প্রচার-প্রচারণা চালায়।

এবার নতুন ধরনের প্রচারণা চালালেন এক ব্যক্তি। ইন্ডিয়া ডটকমের খবর, মদপান এড়াতে নতুন ধরনের প্রচারণা চালিয়েছেন পুনের এক ব্যক্তি। পৌরাণিক চরিত্র রাবণ সেজে রাস্তায় মানুষজনকে দুধের প্যাকেট দিয়ে ওই ব্যক্তি অ্যালকোহলের ক্ষতিকর দিকগুলো তুলে ধরছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম অরুণ ওহার। তিনি বলেন, ‘মদ নয়, দুধ খাও—আমরা এই বার্তা ছড়িয়ে দিচ্ছি। আমি চাই, মানুষ তাদের ভেতরের রাবণকে ত্যাগ করুক। অ্যালকোহল ত্যাগ করুক। এর পরিবর্তে দুধ বেছে নিক।’

স্থানীয় এক নেতা জানিয়েছেন, মাদকাসক্তি সমাজে ছড়িয়ে পড়েছে। এ কারণে অনেক পরিবার দুর্দশায় ভুগছে। এই প্রচারের মাধ্যমে তাঁরা মানুষকে মদপান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন।