দুর্নীতির দায়ে স্যামসাং-প্রধানের আড়াই বছরের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
স্যামসাং ইলেকট্রনিক্সের ভাইস চেয়ারম্যান লি জায়ে ইয়ং। ছবি : সংগৃহীত

দুর্নীতির মামলায় স্যামসাং কোম্পানির প্রধান লি জায়ে ইয়ংকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ আদালত।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিকেদনে জানায়, আজ সোমবার সিউল হাই কোর্ট এ রায় দেন।

প্রতিকেদনে বলা হয়, ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হওয়ায় বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিফ তৈরির কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্সের ভাইস চেয়ারম্যান লি জায়ে ইয়ংকে এ সাজা দেওয়া হয়।

লি জায়ে ইয়ং বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান ও স্যামসাং গ্রুপের উত্তরাধিকারি।