দেড় বছর পর ভ্রমণপিপাসুদের জন্য উন্মুক্ত থাইল্যান্ড

Looks like you've blocked notifications!
সোমবার থেকে পর্যটকদের জন্য ৬০টিরও বেশি দেশের ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত হয়েছে থাইল্যান্ড। ছবি : সংগৃহীত

পর্যটকদের কাছে জনপ্রিয় দেশ থাইল্যান্ড প্রায় ১৮ মাস পর ৬০টিরও বেশি দেশের ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে, থাইল্যান্ডে আসতে হলে সবাইকে পূর্ণডোজ টিকাপ্রাপ্ত হতে হবে। আজ সোমবার রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা উড়োজাহাজে করে থাইল্যান্ডে নামতে শুরু করেছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

থাইল্যান্ডের সরকার এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্যে, জাপান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশির ভাগ দেশসহ ৬০টি দেশের পর্যটকদের ভ্রমণের অনুমতি দিয়েছে। এসব দেশে বর্তমানে করোনা সংক্রমণে কম ঝুঁকিপূর্ণ। তবে, থাইল্যান্ডে আসতে হলে সবাইকে পূর্ণডোজ টিকাপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া পর্যটকদের শর্ত হিসেবে একদিন হোটেলে কোয়ারেন্টিন থাকা এবং করোনা নেগেটিভ সনদ দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, থাইল্যান্ডে এখনও দৈনিক ১০ হাজারের মতো কোভিড রোগী শনাক্ত হচ্ছে।

থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের মধ্যে দেড় কোটি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করতে পারবে—এমন পরিকল্পনা ও সুযোগ তারা তৈরি করেছে। এতে থাইল্যান্ডের তিন হাজার কোটি মার্কিন ডলার আয় হবে।