দ্রুত নৌবহর সম্প্রসারণ করছে চীন : মার্কিন নৌ কর্মকর্তা

Looks like you've blocked notifications!

চীন বছরে অন্তত ২০টি করে যুদ্ধজাহাজ তৈরি করছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস দেল তোরো। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘অ্যাস্পেন নিরাপত্তা ফোরাম’-এর এক কনফারেন্সে এ কথা জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছ বার্তা সংস্থা এএনআই।

তোরো বলেন, ‘চীনের ১৭টি শিপইয়ার্ড (জাহাজ নির্মাণের স্থান) রয়েছে। সেখানে গতবছর তারা ২০টি যুদ্ধজাহাজ তৈরি করেছে। চলতি বছর তারা আরও ২০টি নতুন যুদ্ধজাহাজ তৈরি করতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমি মনে করি, আমাদের যুদ্ধজাহাজের সংখ্যা আরও বাড়ানো উচিত।’

অ্যাস্পেন ফোরামে তোরো আরও জানান, চীনের সামুদ্রিক আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও বেশি বিধ্বংসী প্রতিরক্ষা সামগ্রী তৈরি এবং সেইসঙ্গে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম জুমওয়াল্ট শ্রেণির যুদ্ধজাহাজকে নিজেদের নৌবহরে যুক্ত করতে হবে। এ সময় মার্কিন কংগ্রেস এগুলোর অনুমোদন দেওয়ার কথা ভাবছে বলেও জানান তিনি।

এ ছাড়া চীনকে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি আখ্যা দিয়ে দেশটির প্রতি এখনই যুক্তরাষ্ট্রের জোরদার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস দেল তোরো।