নতুন ডাচ সরকারে রেকর্ডসংখ্যক নারী মন্ত্রী-সচিব

Looks like you've blocked notifications!
নেদারল্যান্ডসের নতুন মন্ত্রিসভায় থাকছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগও। ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের নতুন সরকারে রেকর্ডসংখ্যক মন্ত্রী ও সচিব হিসেবে জায়গা পেতে যাচ্ছেন দেশটির নারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

১০ জানুয়ারি শপথ নিতে যাওয়া মন্ত্রিসভার তালিকা রোববার প্রকাশ করার পর এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নতুন চার দলীয় জোট সরকারের ২৯টি পদের বিপরীতে ১৪ জন নারী পাচ্ছেন মন্ত্রী ও সচিবের দায়িত্ব। বিশ মন্ত্রীর মধ্যে ১০ জনই হচ্ছেন নারী। বাকি চার জন সচিব হিসেবে নিযুক্ত হচ্ছেন। দেশটির মন্ত্রিসভায় নির্বাচিত রাজনৈতিক দল থেকে মন্ত্রীর মতো করে সচিবও নেওয়া হয়ে থাকে।

৪৩ বছর বয়সি দিলান ইসিলগোজ জিজিরিয়াস হচ্ছে প্রধানমন্ত্রী মার্ক রুটের মন্ত্রিসভার বিচার ও নিরাপত্তা মন্ত্রী। আরবি ভাষাভাষী সাবেক নারী পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগও থাকছেন এ মন্ত্রিসভায়। এবার তিনি হচ্ছেন অর্থমন্ত্রী।

এ ছাড়া করোনা রোগীদের চিকিৎসার দেখভালের দায়িত্বে থাকা আর্নস্ট কুইপারস নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জং’র স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কাজসা ওলোনগ্রেন নতুন সরকারে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়।