নতুন সরকার পেল তিউনিশিয়া

Looks like you've blocked notifications!
তিউনিশিয়ার প্রেসিডেস্ট কাইস সাঈদ। ছবি : সংগৃহীত

তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদ নতুন সরকারের অনুমোদন দিয়েছেন। দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাজলা বাউডেন রোমধানে।

তিউনিশিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং সংসদ স্থগিত করার ১১ সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিলেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট গত ২৫ জুলাই সাবেক প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার পর যখন বিচারিক ক্ষমতা প্রদান করেন, তখন দেশটির বিরোধী দলীয় নেতারা এটিকে অভ্যুত্থান বলে অভিহিত করেছিলেন। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি বর্তমান সরকার এবং তাঁর মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করেন।

প্রেসিডেন্ট কাইস সাঈদ ঘোষণার মাধ্যমে ব্যাংক কর্মকর্তা সমীর সাইদকে অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে মনোনীত করেন। তৌফিক চারফেদ্দিনকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন তিনি। এ ছাড়াও আগে থেকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সমান জেরান্দিকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তৌফিক চারফেদ্দিনকে।

এদিকে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার তিউনিশীয় নাগরিক। গতকাল রোববার রাজধানীতে এ বিক্ষোভের আয়োজন করেন তারা। বিক্ষোভকারীরা হাইরুদ্দিন পাশা স্ট্রিটে এসে জড়ো হন এবং পরে হাবিব বুরগুইবা অ্যাভিনিউ অভিমুখে পদযাত্রা করেন।