নরওয়েতে তীর ছুড়ে ৫ জনকে হত্যা, ড্যানিশ যুবক আটক

Looks like you've blocked notifications!
নরওয়ের কংসবার্গ এলাকায় তীর-ধনুক হামলার ঘটনায় ঘটনাস্থলের একটি দেয়ালে বিঁধে রয়েছে একটি তীর। ছবি : রয়টার্স

নরওয়ের কংসবার্গ শহরে তীর-ধনুকধারী এক ব্যক্তির হামলায় পাঁচ জন নিহত এবং দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুলিশ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জানিয়েছে, এ ঘটনায় ডেনমার্কের একজন নাগরিককে (৩৭) আটক করা হয়েছে। তিনি নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কংসবার্গে থাকতেন।

দেশটির পুলিশপ্রধান ওয়েভিন্দ আস বলেছেন, সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরা হয়েছে। মনে হচ্ছে, তিনি একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

তবে এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নরওয়ে সরকারের একজন মুখপাত্র।

নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ এ ঘটনাকে ভয়ানক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি, অনেকেই আতঙ্কে রয়েছেন। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’