নরেন্দ্র মোদিকে টুইটারে আনফলো করল হোয়াইট হাউস

তিন সপ্তাহ হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রীর অফিসকে টুইটারে ফলো করেছিল হোয়াইট হাউস। হঠাৎ সবকটি অ্যাকাউন্ট আনফলো করেছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১০ এপ্রিল হোয়াইট হাউসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রীর দপ্তর ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ফলো করা হয়। মোদি ও কোবিন্দ দুজনেই ছিলেন কোনো রাষ্ট্রের শীর্ষনেতা, যাঁদের হোয়াইট হাউস টুইটারে ফলো করেছিল।
শুধু নরেন্দ্র মোদি বা ভারতের রাষ্ট্রপতিই নন, ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট, ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাস, সবই ফলো করেছিল হোয়াইট হাউস। হোয়াইট হাউস ফলো করছে, এমন অ্যাকাউন্টের সংখ্যা তখন বেড়ে হয়েছিল ১৯। এখন তা কমে ১৩।
হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ নিয়ে গত সপ্তাহে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো ভারতকে হুমকি দিয়েছিলেন, ভারত যদি হাইড্রক্সিক্লোরোকুইন যুক্তরাষ্ট্রে না পাঠায়, তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। পরে ভারত হাইড্রক্সিক্লোরোকুইনের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।