নাইজারের দুই গ্রামে হামলা চালিয়ে ৭০ জনকে হত্যা

Looks like you've blocked notifications!
নাইজারের দুটি গ্রামে সন্দেহভাজন জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে একই সময়ে সন্দেহভাজন জঙ্গি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ রোববার এ খবর জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্যে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুই গ্রামের মধ্যে চোম্বঙ্গু গ্রামের ৪৯ জনকে হত্যা করা হয়েছে। ওই হামলায় গ্রামটিতে আরো ১৭ জন আহত হন।

এছাড়া জারমদারে গ্রামে হামলা চালিয়ে ৩০ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ ঘটনায় নাইজার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে এর আগেও জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিরা হামলা চালিয়েছে। প্রতিবেশী দেশ মালি, বুরকিনা ফাসো ও নাইজেরিয়াতেও গত বছর হামলায় শতাধিক মানুষ নিহত হয়।