নাইজেরিয়ার ৭২টি শিল্পকর্ম ফেরত পাঠাচ্ছে লন্ডনের জাদুঘর

Looks like you've blocked notifications!
৭২টি শিল্পকর্ম নাইজেরিয়াকে ফেরত পাঠাতে রাজি হয়েছে লন্ডনের হর্নিম্যান জাদুঘর। ছবি : সংগৃহীত

উনবিংশ শতাব্দীতে লুট করে যুক্তরাজ্যে নেওয়া ৭২টি শিল্পকর্ম নাইজেরিয়াকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে লন্ডনের একটি জাদুঘর। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ‘মিউজিয়াম অব দি ইয়ার’ (২০২২) খেতাব পাওয়া দক্ষিণ-পূর্ব লন্ডনের হর্নিম্যান জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, নাইজেরিয়ার সরকারকে ৭২টি শিল্পকর্মের স্বত্ত্ব বুঝিয়ে দেওয়া হবে।

শিল্পকর্মগুলোর মধ্যে বেনিন ব্রোঞ্জেস নামে পরিচিত ১২টি নামফলক ও রাজপ্রাসাদের একটি চাবি রয়েছে। এ বছরের জানুয়ারিতে নাইজেরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়ামস অ্যান্ড মনুমেন্টস (এনসিএমএম) শিল্পকর্মগুলো ফেরত চেয়ে চিঠি দেয়।

পরে লন্ডনের হার্নিম্যান জাদুঘর কর্তৃপক্ষ স্থানীয় লোকজন, দর্শনার্থী, স্কুলশিক্ষার্থী, গবেষক, প্রত্নতত্ত্ব পেশাজীবী এবং যুক্তরাজ্য ও নাইজেরিয়ার শিল্পীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়।

হার্নিম্যান জাদুঘরের প্রধান কর্মকর্তা ফেরত দেওয়ার সিদ্ধান্তকে ‘সঠিক এবং নৈতিক’ হিসেবে উল্লেখ করেন। এর আগে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াকে এক হাজার ১০০ শিল্পকর্ম ফেরত দেয় জার্মানি।