নাইজেরিয়ায় সামরিক কনভয়ে সন্ত্রাসী হামলায় ২৩ সৈন্য নিহত

Looks like you've blocked notifications!

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি প্রধান সড়কে সন্ত্রাসী হামলায় ২৩ সৈন্য নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রগুলো বুধবার এ কথা জানায়।

দুটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠী মঙ্গলবার সৈন্যদের ওপর এ হামলা চালায়।

প্রথম সূত্র জানায়, ‘মঙ্গলবার মাইদুগুরি-দামবোয়া সড়কের বুলাবুলিন গ্রামে একটি সামরিক কনভয়ে সন্ত্রাসীরা আকস্মিক হামলা চালায়। এ হামলায় ২৩ জন সৈন্য মারা গেছেন, দুজন আহত এবং অজ্ঞাতসংখ্যক নিখোঁজ রয়েছেন।’

দ্বিতীয় সূত্র জানায়, ‘সামরিক কনভয় মাইদুগুরি ফেরার পথে হামলার শিকার হয়।’

সেনারা পাল্টা হামলা চালিয়ে আক্রমনকারীদের প্রতিহত করে তবে এ হামলায় তাদের ২৩ জন প্রাণ হারায়।

সূত্র জানায়, নিখোঁজ সৈন্যদের অনুসন্ধান অভিযান চলছে। উভয় সূত্রই মিডিয়ায় নাম প্রকাশে সম্মত হয়নি।

নাইজরিয়ার সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে তবে তারা বলেছে হামলায় দুই সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে। অপরদিকে সেনাদের পাল্টা হামলায় ১৭ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দশকব্যাপী লড়াইয়ে ৩৬ হাজার মানুষের মৃতু হয়েছে এবং উদ্বাস্তু হয়েছে ২০ লাখ মানুষ।