নিউইয়র্কে ইঁদুর মারতে মোটা বেতনে সম্রাট নিয়োগ!

Looks like you've blocked notifications!
রয়টার্সে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া ছবি

ইঁদুরের উৎপাতে নাজেহাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বাসিন্দারা। ইঁদুর নির্মূলে তাই সম্রাট নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন সিটি মেয়র। সেই ইঁদুর সম্রাট পদে এবার দেওয়া হযেছে নিয়োগ। নিয়োগ পেয়েছেন ক্যাথলিন করাডি। বাৎসরিক বেতনও একবারে কম না—এক লাখ ব২০ হাজার থেকে এক লাখ ৭০ হাজার ডলারের মধ্যে। খবর রয়টার্সের।

লন্ডন ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি জানায়, নিউইয়র্কের বিভিন্ন প্রান্তে ঘাঁটি গেঁড়েছে এই  ইঁদুর। ইঁদুর সামলাতে নাজেহাল তাই প্রশাসন। সেখানে ইঁদুরের যন্ত্রণায় ত্যাক্ত-বিরক্ত বাসিন্দারা। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস নাগরিকদের এই সমস্যা সমধানে একটি বিজ্ঞপ্তি দেন। সেই বিজ্ঞপ্তিতে চাওয়া হয় এমন এক ব্যক্তিকে যে এই নাগরিক শত্রু ইঁদুর নির্মূলের মানসিকতার হবে। অবশেষে তারা পেয়েছেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে। তার নাম ক্যাথলিন করাডি।

ক্যাথলিন করাডির পদটির নাম ইঁদুর নির্মূল পরিচালক। পদের নাম যাই হোক, এখন তাকে ডাকা হচ্ছে—র‍্যাট জার বা ইঁদুর সম্রাট নামে।

ওই পদে ৯০০ আবেদনের বিপরীতে ক্যাথলিন করাডিকে নিয়োগ দিয়েছেন মেয়র। এর আগে ব্রুকলিনের শিক্ষা বিভাগের ইঁদুর হ্রাস প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন ওই নারী।

ক্যাথলিন করাডি বলেন, ‘চাকরির বিজ্ঞাপনটি দেখার পর প্রথমে সেটি সত্য বলে মনে হয়নি। মেয়র আমাকে ফোন করার পর বিশ্বাস হয়েছিল।‘ তিনি বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে ইঁদুর নির্মূলে কার্যকর কৌশল খুঁঁজে বের করব। প্রথমেই তাদের খাদ্য, পানি এবং আশ্রয়স্থল ধ্বংস করতে হবে।’

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘সিটির ইঁদুরগুলো অত্যন্ত চালাক এবং মারাত্মক পেটুক। এ কাজে র‍্যাট জারের ইঁদুরের প্রতি কোনো দয়ামায়া থাকলে চলবে না। ইঁদুর নির্মূলে খুনে মানসিকতাই চাই।’

নিউইয়র্কে এক কোটি ৮০ লাখের বেশি ইঁদুর রয়েছে বলে জানান সিটি মেয়র। বলেন, ‘ইঁদুরের বিরুদ্ধে লড়াই করার কাজে এই বেতন যথেষ্ট নয়। আমার যোগাযোগ পরিচালকই বছরে দুই লাখ ডলার আয় করে থাকেন।’