নিউইয়র্ক টাইমসের প্রথম পাতাজুড়ে করোনায় মৃতদের নাম

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমস’ তাদের প্রথম পাতায় করোনাভাইরাসে মৃত প্রায় এক লাখ আমেরিকানের স্মরণে এক হাজার নাম প্রকাশ করা হয়েছে। আজ রোববার প্রথম পাতায় শুধুই নাম, কোনো খবর ছাপা হয়নি।
‘ইউএস ডেথ নিয়ার ১,০০,০০০, অ্যান ইনক্যালকুলেবল লস’ (যুক্তরাষ্ট্রে এক লাখের কাছাকাছি মৃত্যু, ক্ষতির হিসাব করা অসম্ভব) শিরোনামে এবং ‘দে অয়্যার নট সিম্পলি নেইমস অন আ লিস্ট, দে অয়্যার আস’ (ওরা কেবল তালিকাভুক্ত কতগুলো নাম নয়, ওরা আমাদেরই ছিল) উপশিরোনামে প্রকাশিত এ তালিকা প্রকাশ করেছে পত্রিকাটি। এমন প্রতিবাদমূলক কাজ নিয়ে প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের সিএনএন ও যুক্তরাজ্যের গার্ডিয়ানসহ বিশ্বখ্যাত অনেক সংবাদমাধ্যম।
এমন পাতা প্রকাশের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের উদাসীনতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোনো খবর না প্রকাশ করেই। মৃতদের নাম বয়স, ঠিকানা এবং জীবনযাত্রার সংক্ষিপ্ত বিবরণীও রয়েছে।
রোববারের এ সংস্করণ প্রিন্ট করার সময় অর্থাৎ শনিবার দিবাগত রাত ১২টায় করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৯৮ হাজার ৬৮৩ অর্থাৎ লাখের কাছাকাছি। প্রকাশিত একহাজার নাম হচ্ছে মোট মৃত্যুর এক শতাংশ মাত্র।
পত্রিকাটির ন্যাশনাল এডিটর মার্ক ল্যাসি বলেছেন, ‘পাঠকের কাছে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হলো যে, আমরা কী ধরনের একটি পরিস্থিতির মধ্যে বসবাস করছি।’
যুক্তরাষ্ট্রে আজ রোববার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন। আর মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৮৩ আমেরিকানের।