নিপীড়নের ভয়ে রাশিয়া ছেড়েছে সাড়ে ২১ হাজার ইহুদি
নির্যাতন নিপীড়নের আশঙ্কায় বহু ইহুদি রাশিয়া ছেড়ে যাচ্ছে। গত মার্চ থেকে এ পর্যন্ত সাড়ে ২০ হাজার ইহুদি রাশিয়া ছেড়ে ইসরায়েলে চলে গেছে। আরও হাজার খানেক অন্য গেছে। বিশ্বব্যাপী ইহুদিদের ইসরায়েলে যাওয়া নিয়ে কাজ করা সংস্থা দ্য জিউশ এজেন্সি এসব তথ্য দিয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এমনটি জানিয়েছে।
দ্য জিউশ এজেন্সি আরও জানায়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর আট জনের একজন ইহুদি রাশিয়া ছেড়ে গেছে। এখনও অনেকেই রাশিয়া ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। মার্চের আগ পর্যন্ত রাশিয়ায় এক লাখ ৬৫ হাজার ইহুদির বসবাস ছিল।
রাশিয়ায় কমিউনিজমের পতনের পর মস্কোয় ইহুদি সম্প্রদায়কে শক্তিশালী করতে ব্যাপক প্রচেষ্টা চালানো হয়। এই প্রচেষ্টায় সামনের সারিতে থাকা পিঞ্চাস গোল্ডস্মিৎ ইউক্রেন যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর রাশিয়া ছেড়েছেন। ১৯৯৩ সাল থেকে মস্কোর প্রধান রাব্বির দায়িত্বে থাকা গোল্ডস্মিৎ প্রথমে হাঙ্গেরি যান, পরে সপরিবারে ইসরায়েলে চলে যান তিনি। তাঁর রাশিয়া ছাড়ার ঘটনায় সেখানকার ইহুদিরা ক্ষুব্ধ। অনেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই তাঁকে অনুসরণ করে রাশিয়া ছেড়েছে।
ইসরায়েল পৌঁছানোর পর মস্কোর রাব্বি পদ থেকে ইস্তফা নিয়ে প্রকাশ্যে যুদ্ধবিরোধী অবস্থান নেন পিঞ্চাস গোল্ডস্মিৎ।