নির্বাচনের ৫ মাস পর আশরাফ ঘানিই আফগানিস্তানের প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত
ভোট গ্রহণের পাঁচ মাস পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে পুনর্নির্বাচিত ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আফগানিস্তানের নির্বাচন কমিশনের প্রধান হাওয়া আলম নুরিস্তানি গতকাল মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
আফগানিস্তানের প্রধান নির্বাচন কমিশনার জানান, ৫০ শতাংশের বেশি ভোট নিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আশরাফ ঘানি। তাঁর প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন প্রায় ৪০ ভাগ ভোট। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, মোট প্রদত্ত ভোটের এক লাখ ৩৭ হাজার ভোটকে সন্দেহজনক হিসেবে আলাদা করা হয়েছে। এ ছাড়া নির্ধারিত সময়ের পর দেওয়া হয়েছে গণ্য করা ১২ হাজার ১২টি ভোট এক বিশেষ নিরীক্ষায় গণনার উপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছে।
হাওয়া আলম নুরিস্তানি বলেন, ‘প্রার্থনা করি, সৃষ্টিকর্তা তাঁকে (আশরাফ ঘানি) জনগণের সেবা করতে সহায়তা করবেন... আরো প্রার্থনা করি, আমাদের দেশে শান্তি আসুক।’
ভোটের ফল পাঁচ মাস পর দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, কিছু কেন্দ্রে ভোট পুনরায় নেওয়া ও ব্যালট গণনায় কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে।
তিনি আরো জানান, সাড়ে তিন কোটির বেশি মানুষের বসবাস আফগানিস্তানের ভোটার ৯৬ লাখ, যার মধ্যে ২০১৯ সালের সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ১৮ লাখ ভোটার।
অন্যদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী বলে দাবি করেছেন আবদুল্লাহ আবদুল্লাহ।