‘নিয়ন্ত্রণহীন ট্রাম্প প্রশাসন’, প্রকাশ হচ্ছে অজ্ঞাতনামা লেখকের বই
ট্রাম্প প্রশাসন নিয়ন্ত্রণহীনভাবে রাষ্ট্র পরিচালনা করছে—এমন সতর্কবার্তা দেওয়ার জন্য গত বছর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা একযোগে পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই অস্থিতিশীল পরিস্থিতিতে এমন পদক্ষেপ আরো ক্ষতি বয়ে আনতে পারে বলে তাঁরা পদত্যাগ করেননি। যুক্তরাষ্ট্রের অজ্ঞাতপরিচয় এক লেখক তাঁর আসন্ন বইয়ে এমনটাই দাবি করেছেন। সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।
ওয়াশিংটন পোস্ট বলছে, এরই মধ্যে ওই বইয়ের একটি কপি তাদের হাতে পৌঁছেছে। ২৫৯ পৃষ্ঠার ওই বইটির নাম ‘আ ওয়ার্নিং’। লেখক হিসেবে উল্লেখ করা আছে ‘ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা’। আগামী ১৯ নভেম্বর বইটি প্রকাশ হবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই বইয়ে বিস্তারিত কিছু বিষয় তুলে ধরতে গিয়ে নিজের পরিচয় গোপন রাখার চেষ্টা করেছেন লেখক। তিনি বইতে প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন নিষ্ঠুর, অদক্ষ এবং জাতির জন্য বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন।
এরই মধ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিসাম এই বইটিকে একটি ‘কল্পিত লেখা’ বলে দাবি করেছেন। এ ছাড়া বইটির লেখককে ‘কাপুরুষ’ বলে উল্লেখ করেছেন।