নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত

Looks like you've blocked notifications!
হিমালয়ের দেশ নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জনের প্রাণহানি ঘটেছে। ছবি : সংগৃহীত

হিমালয়ের দেশ নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক লোক। মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে নেপালি মিডিয়া কাঠমান্ডু পোস্ট। খবর বিবিসির।

নেপালি গণমাধ্যম বলছে, মঙ্গলবার দেশটির মুগু জেলায় একটি বাসে করে যাত্রীরা ভ্রমণ করছিলেন। পাহাড়ি দুর্গম পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনাটি ঘটে। মঙ্গলবার দুপুরের ঠিক পরপরই দুর্ঘটনাটি ঘটে।

কাঠমান্ডু পোস্ট বলছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৫ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ২৮ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ১৩ জন।

দুর্ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। যদিও কিছু রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিবিসি নিউজ জানিয়েছে, দুর্ঘটনায় পতিত হওয়ার আগে বাসটির ব্রেক ফেল হয়ে থাকতে পারে।

এদিকে দুর্ঘটনার বেশকিছু ছবি এরই মধ্যে নেপালি সংবাদমাধ্যম প্রকাশ করেছে। সেখানে উদ্ধারকর্মীদের হতাহতদের এবং ব্যাগসহ তাদের অন্যান্য জিনিসপত্র বহন করতে দেখা যায়

উল্লেখ, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে দাবি নেপালি পুলিশের। এ ছাড়া নিহতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।