নেপালে ২২ আরোহী নিয়ে উড়োজাহাজ নিখোঁজ

Looks like you've blocked notifications!
নেপালের পোখরা থেকে জমসমে যাওয়ার সময় দেশটির তারা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। প্রতীকী ছবি

নেপালের পোখরা থেকে জমসমে যাওয়ার সময় দেশটির তারা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটিতে ১৯ জন যাত্রী, তিন ক্রুসহ মোট ২২ আরোহী ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৯টা ৫৫ মিনিট থেকে উড়োজাহাজটির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এটি এখন কোথায় আছে তাও বোঝা যাচ্ছে না।

এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজটিতে চার ভারতীয়সহ ছয় বিদেশি নাগরিক ছিলেন। বাকিদের জাতীয়তা সম্পর্কে এখনও জানা যায়নি।

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের দেশ নেপালে অনেক উড়োজাহাজ দুর্ঘটনার রেকর্ড রয়েছে। পরিবর্তনশীল আবহাওয়া এবং কঠিন পর্বত অবস্থানে কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।