নেপালে ৮০ জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল উড়োজাহাজ

Looks like you've blocked notifications!
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ জন যাত্রী বহনকারী একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেছে। ছবি : সংগৃহীত

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ জন যাত্রী বহনকারী একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ।

অভ্যন্তরীণ জাতীয় বিমান পরিষেবা সংস্থা শ্রী এয়ারলাইনসের একটি বিমান উড্ডয়নের সময় স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এ নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র রেনজি শেরপা বলেন, ঘটনার পরপরই উড়োজাহাজে থাকা সবাইকে সরিয়ে নেওয়া হয়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কর্মকর্তারা জানান, বিমানের বাঁ চাকা রানওয়ের পাশে তৃণভূমিতে গিয়ে অবতরণ করে। এ ঘটনার পরেও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।