পর্যটকদের জন্য এ মাসেই খুলছে অস্ট্রেলিয়ার সীমান্ত

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ছবি : সংগৃহীত

কোভিড টিকার পূর্ণ ডোজ নেওয়া পর্যটকদের জন্য এ মাসের শেষ দিকে সীমান্ত পুনরায় খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ সোমবার পর্যটকদের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেন। এর মধ্য দিয়ে কোভিড মহামারি ঠেকানোর জন্য বিশ্বের অন্যতম কঠোর সীমান্ত বিধিনিষেধের অবসান ঘটতে যাচ্ছে।

স্কট মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তের প্রায় দুই বছর হয়ে গেছে।’

‘অস্ট্রেলিয়া চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে বাকি সব ভিসাধারীর জন্য সীমান্ত পুনরায় খুলে দেবে’, যোগ করেন অসি প্রধানমন্ত্রী।