পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে পুতিন-শি’র বৈঠক আজ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। গত দুই বছরের মধ্যে এটি শি জিনপিংয়ের প্রথম কোনো বিশ্ব নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে ভ্রাদিমির পুতিন বেইজিং সফর করবেন। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ দুই জুটি আরও কাছাকাছি আসছেন।
২০২০ সালের জানুয়ারি থেকে শি জিনপিং চীন ছেড়ে কোনো দেশে সফরে যাননি। দেশটি ২০২০ সালের শুরুতে কোভিড-১৯ প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করে। সে সময় চীনের উহান শহর লকডাউনে অবরুদ্ধ হয়ে পড়ে। উহানেই প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
বেইজিংয়ে আজ শীতকালীন অলিম্পিক শুরু হয়েছে। এ আয়োজন উদ্বোধনের সঙ্গে সঙ্গে শি জিনপিং এখন ২০টির বেশি দেশের নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আশা করছেন, এ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তিনি বৈশ্বিক রাজনীতিতে ইতিবাচক মনোভাব তৈরি করতে সক্ষম হবেন। এবং কূটনৈতিক বয়কট ও কোভিড-১৯ ভীতির অবস্থান থেকে দৃষ্টি ফেরাতে পারবেন।
নিরাপত্তাসহ নানা ইস্যুতে অভিন্ন মতামত তুলে ধরে যৌথ বিবৃতি প্রকাশের আগে শি ও পুতিন চীনের রাজধানীতে বৈঠক করবেন বলে গত বুধবার ক্রেমলিনের এক শীর্ষ উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানান।
দুই নেতা আজ শুক্রবার সন্ধ্যায় অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন।
পাশ্চাত্যের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া এবং সবচেয়ে জনবহুল দেশ চীনের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। এবং পুতিনই প্রথম বিদেশি নেতা যিনি আজ অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিশ্চিত করেছেন।
গত ডিসেম্বরে শি’র সঙ্গে এক ফোনালাপে বেইজিংয়ের সঙ্গে রাশিয়ার ‘মডেল’ সম্পর্কের ভূয়সী প্রশংসা করে পুতিন চীনের প্রেসিডেন্টকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে অভিহিত করেন।
চীন যুক্তরাষ্ট্রকে ইউক্রেন নিয়ে রাশিয়ার ‘যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগের’ প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে তার সীমান্তে এক লাখের বেশি সৈন্য মোতায়েন করেছে।
পশ্চিমা দেশগুলোগুলো ইউক্রেন আক্রমণের ব্যাপারে রাশিয়াকে সতর্ক করে বলেছে, ইউক্রেনে আগ্রাসন হলে রাশিয়াকে ‘ভয়ংকর পরিণতির’ মুখোমুখি হতে হবে। মস্কো এখন নিজের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছে।
১৯৪৯ সালে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পর চীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিল। পরে দুটি সমাজতান্ত্রিক দেশের মধ্যে আদর্শগত ব্যবধান তৈরি হয়।
অলিম্পিক অনুষ্ঠানকালে পুতিন ছাড়াও আরও অনেক নেতার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক হবে। এঁদের মধ্যে রয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, কাজাখস্তানের কাসেম-জোমার্ট তোকায়েভ এবং পোল্যান্ডের আন্দ্রেজ দুদা। বিশ্বের মোট ২১ জন নেতা অলিম্পিক অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত হবেন।