পশ্চিমা নিষেধাজ্ঞা ক্রেমলিনকে টলাতে পারবে না : সাবেক রুশ প্রেসিডেন্ট
রাশিয়ার ব্যবসা-বাণিজ্যের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা রুশ সরকারের ওপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা ‘বোকামি’—এমনটাই মনে করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো রুশ সরকারের সঙ্গে জনগণের অসন্তোষ সৃষ্টি করবে না, বরং রাশিয়ার সমাজকে একত্রিত করবে বলে মনে করেন মেদভেদেভ। রাশিয়ার আরআইএ বার্তা সংস্থাকে এক সাক্ষাত্কারে এ কথা বলেন তিনি।
ইউক্রেনে আগ্রাসনের জেরে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু, এর পরেও যুদ্ধের এক মাসের মাথায় ক্রেমলিন ঘোষণা দিয়েছে—তারা ইউক্রেনকে ‘অসামরিকীকরণ ও নাৎসিমুক্ত’ করার লক্ষ্যদ্বয় অর্জন না করা পর্যন্ত দেশটিতে আক্রমণ চালিয়ে যাবে।
পশ্চিমাদের কিছু নিষেধাজ্ঞা বিশেষভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত ধনকুবের ব্যবসায়ীদের নিশানা করে দেওয়া হয়েছে। তবে, মেদভেদেভ মনে করেন—এসব নিষেধাজ্ঞার কোনো প্রভাব রাশিয়ার ওপর পড়বে না।
মেদভেদেভ বলেন, ‘চলুন আমরা নিজেদের প্রশ্ন করি : এসব বড় বড় ব্যবসায়ীদের মধ্যে একজনও কি রাশিয়ার নেতৃত্বের ওপর সামান্যতম প্রভাব ফেলতে সক্ষম?’
জবাবটাও দিয়ে দেন মেদভেদেভ—‘আমি আপনাকে সরাসরি বলছি : না, কোনো ভাবেই নয়।’
এ ছাড়া মেদভেদেভ মনে করেন—বেশ কয়েকটি কারণ বা পরিপ্রেক্ষিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে। এর মধ্যে একটি হলো—দেশটির ওপর আক্রমণ করা কিংবা রাশিয়ার কোনো অবকাঠামো দখল হওয়ার ফলে দেশটির পারমাণবিক সক্ষমতা পঙ্গু হওয়ার আশঙ্কা থাকলে।