পাঁচ ভবনের মালিক মিসরীয় কোটিপতি ভিক্ষুক গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে এক নারী ভিক্ষুককে গ্রেপ্তার করেছে মিসরের পুলিশ। সুস্থসবল হয়েও হুইল চেয়ারে বসে দেশটির বিভিন্ন প্রদেশে ভিক্ষা করতেন ৫৭ বছর বয়সী ওই নারী।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, ওই ভিক্ষুক পাঁচটি বিশাল ভবনের মালিক। শুধু তাই নয়, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন মিলিয়ন মিসরীয় পাউন্ড (প্রায় এক কোটি ৬২ লাখ টাকা) গচ্ছিত আছে।
প্রতিবেদনে বলা হয়, এত সম্পদের মালিক হয়েও ওই নারী মানুষকে ধোকা দিয়ে হুইল চেয়ারে বসে মিসরের বিভিন্ন প্রদেশে ভিক্ষা করতেন। নিজেকে প্রতিবন্ধী পরিচয় দিয়ে তিনি এই বিপুল সম্পদের মালিক হয়েছেন।
কিন্তু সম্প্রতি এক ব্যক্তি ওই নারীকে হুইল চেয়ার ছেড়ে হাঁটতে দেখে ফেলে। তার পরই সামনে চলে আসে নাফিসা নামের ওই কোটিপতি ভিক্ষুকের আসল চরিত্র।
পুলিশ জানিয়েছে, নাফিসাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিপুল সম্পদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে।